NE UpdatesBarak UpdatesHappenings

সুতারকান্দিতে বিএসএফের মৈত্রী সাইকেল মিছিল

১৫ ফেব্রুয়ারিঃ ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত-তর করে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীতে সাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন একদল বিএসএফ জওয়ান। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তাঁর। শনিবার কাছাড়ে পৌঁছাতেই ১২জনের দলটিকে স্বাগত জানান বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ডিকে বোরা৷ রবিবার তাঁরা যান সুতারকান্দি আন্তর্জাতিক সীমায়। সেখানে তাঁদের স্বাগত জানান ডিআইজি অশ্বিনীকুমার শর্মা, জেলাশাসক আনবুমাথান এমপি। তাঁরা ভারত-বাংলা সুসম্পর্কে জোর দেন। সংক্ষিপ্ত বক্তৃতানুষ্ঠানের পর একটি সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কর্নেলও৷

Rananuj

গত ১০ জানুয়ারি পশ্চিমবঙ্গের পানিকার থেকে এই মিছিলের সূচনা হয়। সীমান্ত এলাকার ৪ হাজার ৯৭ কিলোমিটার এলাকা সাইকেলে ভ্রমণ করে ১৭ মার্চ মিজোরামে ওই মিছিল সমাপ্ত হবে। ৬৬ দিনের এই পরিক্রমায় মোট১২ জন সীমান্ত রক্ষী অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker