NE UpdatesHappeningsBreaking News

সীমাবিবাদ কোনও সমস্যাই নয়, শীঘ্রই মিটে যাবে, বললেন জোরামথাঙ্গা

ওয়েটুবরাক, ১০ আগস্টঃ মিজোরামের সঙ্গে সীমাবিবাদে আসাম পুলিশের ছয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷ সে বেশিদিন আগের কথা নয়, সবে এক বছর পূর্ণ হয়েছে৷ এ নিয়ে মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর বুধবার আসামের দুই মন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা জানালেন, আসাম-মিজোরাম সীমাবিবাদ কোনও সমস্যাই নয়৷ সবচেয়ে সহজ বিষয়টি নিয়েই আলাপ-আলোচনা শুরু হয়েছে এবং তা ঠিকপথেই এগোচ্ছে৷ সহজতম বিষয়টির সহজতম পদ্ধতিতে সমাধান হয়ে গেলে কঠিন বিষয়গুলির সমাধান সহজতর হবে বলেই মন্তব্য করেন জোরাম৷

Rananuj

দুই প্রতিবেশী রাজ্যের সীমাবিবাদ নিরসনের লক্ষ্যে মঙ্গলবার মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে আসামের প্রতিনিধিত্ব করেন সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহল৷ তাঁরা বুধবার মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সিংহল জানান, শুধু তাঁদের সঙ্গেই নয়, এ দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও কথা বলেন জোরামথাঙ্গা ৷ টেলিফোনে দুই মুখ্যমন্ত্রীর কথা হয়৷

এর পরই জোরাম সাংবাদিকদের বলেন, আগস্টের শেষদিকে বা সেপ্টেম্বরের শুরুতে দিল্লিতে হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন৷ এর পর গুয়াহাটিতে হবে আর এক প্রস্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক৷ জোরের সঙ্গেই দাবি করেন, আলোচনার মাধ্যমে শীঘ্রই এই সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান হবে৷ এর পর তাঁরা সম্মিলিত ভাবে উত্তর-পূর্বের বড় বড় নানা সমস্যার সমাধানে ঝাঁপাবেন৷ অতুল বরা এবং অশোক সিংহল জোরামথাঙ্গাকে প্রশংসায় ভাসান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker