NE UpdatesHappeningsBreaking News
সর্ববৃহৎ মাদকবিরোধী অভিযান! কার্বি আংলঙে ২৫ কোটির হেরোইন বাজেয়াপ্ত
২৮ সেপ্টেম্বর: ড্রাগসে বিরুদ্ধে যুদ্ধ চলছে আসামে৷ সোমবার ভোরে কার্বি আংলং জেলায় ২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হওয়ার পর এই মন্তব্য করলেন রাজ্যের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত৷ তাঁর দাবি, এটিই এ পর্যন্ত সর্ববৃহৎ মাদকবিরোধী অভিযান৷
সোমবার ভোরে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কার্বি আংলং জেলার লাহরিজানে একটি লরিতে তল্লাশি চালায় পুলিশ৷ বাজেয়াপ্ত করে সাড়ে ৫ কেজি হেরোইন৷ এর বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা৷ লরিচালক ইসমাইল আলিকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৫০ হাজার টাকা৷
এর আগে শুক্রবার রাতেও কার্বি আংলং জেলার অসম-নাগাল্যান্ড সীমায় ৫ কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধরা পড়ে ৩ যুবক৷ এ দিকে, নলবাড়িতে সোমবার ১০০ প্যাকেট নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ গ্রেফতার করা হয়েছে ৪ জনকে৷ ধৃতরা হল আবেদ আলি, তাজিম আলি, রঞ্জিৎ তালুকদার ও রমেন বর্মণ৷