NE UpdatesHappeningsBreaking News

মেঘালয় সরকারের আশ্বাসে পেট্রোপণ্য পরিবহনে আপত্তি উঠল

ওয়েটুবরাক, ২৬ নভেম্বর : আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের হুমকির প্রেক্ষিতে মেঘালয় সরকার জাতীয় সড়কে যানবাহনের নিরাপত্তায় গুরুত্ব প্রদান করেছে৷ বিশেষ করে, পেট্রোপণ্যের গাড়িতে যাতে হামলা না হয়, সে ব্যাপারে বিশেষ তৎপরতা গ্রহণ করেছে৷ পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নকে মেঘালয়ের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী প্রবীণ বক্সি লিখিতভাবে তাদের ট্যাঙ্কার ও ট্যাঙ্কারচালকদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন৷ এর পরই অবশ্য ইউনিয়ন নমনীয় ভূমিকা গ্রহণ করে৷ তারা তাদের মেঘালয়ে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে৷

আন্তঃরাজ্যে সংঘটিত হিংসাত্মক ঘটনার পর আসাম থেকে যাওয়া গাড়িতে হামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন মেঘালয়ে পেট্রোপণ্য নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল৷ আইওসি, এইচপিসিএল, বিপিসি সহ সমস্ত তেল বিপণন কোম্পানিগুলিকে চিঠি লিখে কোনও ট্যাঙ্কারে  মেঘালয়ের বরাদ্দ তেল না ঢোকাতে অনুরোধ করেছিল৷ এর পরই মন্ত্রী প্রবীণ বক্সি চিঠি লিখে তাঁদের সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করেন৷ পাশাপাশি সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷ প্রয়োজনে তাদের পুলিশ প্রহরায় গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker