Barak UpdatesHappeningsBreaking News
সব বিভাগের কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করবে বরাক উন্নয়ন দফতরঃ কৌশিক
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বরঃ বরাক উপত্যকার উন্নয়নে এ বারই প্রখম এক মন্ত্রক গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন মন্ত্রকের দায়িত্ব তুলে দিয়েছেন নতুন মন্ত্রী কৌশিক রায়ের হাতে। সে থেকে এই বিভাগ ঘিরে নানা প্রশ্ন। উন্নয়নমূলক সব কাজের জন্য পৃথক পৃথক দফতর রয়েছে, তাহলে আর এই দফতর কী কাজ করবে, এই ধরনের প্রশ্ন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার শিলচরের জনতার সামনে কৌশিক মুখ্যমন্ত্রী শর্মাকে বলেন, সব দফতরের মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালন করবে এই দফতর। ফলে এই দফতরের অপরিসীম গুরুত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী এমন এক দায়িত্ব তাঁর কাঁধে প্রদান করায় তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন তাঁর আস্থার মর্যাদা প্রদানের জন্য।
এ দিন সকালে খাদ্য ও গণবণ্টন, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রাই এবং পশুপালন ও পশু চিকিতসা, মতস্য এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। মন্ত্রী হিসেবে প্রথমবার বরাক উপত্যকায় আসায় তাঁদের সংবর্ধনা জানানোর ব্যাপক আয়োজন করা হয়। বিমানবন্দরে গিয়ে তাঁকে অসংখ্য গাড়ি ও মোটর সাইকেলে শোভাযাত্রা করে নিয়ে আসেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি সোম। ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থও। স্থানে স্থানে সংবর্ধনা গ্রহণ করে দুই মন্ত্রী আসেন দলীয় কার্যালয়ে। শিলচর শহরে পদব্রজে মিছিল করেন তাঁরা।