NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য নগদবিহীন চিকিৎসা শুরু
ওয়েটুবরাক, ৩০ মে: সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় আসামে আজ থেকে ‘সড়ক দুর্ঘটনার শিকারদের জন্য নগদবিহীন চিকিৎসা’ শুরু করেছে।
সমগ্র দেশে এটি চালু হওয়ার আগে আসামকে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাইলট রাজ্য হিসাবে বেছে নেওয়া হয়েছে।
এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হল সমস্ত সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের চিকিৎসার ৭ দিন পর্যন্ত দেড় লক্ষ টাকার নগদহীন চিকিৎসা দেয়৷
স্কিমটি সর্বজনীনভাবে প্রযোজ্য এবং কোনও সামাজিক বা অর্থনৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে নয় ।
স্কিমটি সমস্ত পিএমজেএওয়াই তালিকাভুক্ত হাসপাতালে পাওয়া যাবে৷ প্রসঙ্গত, আসামে এরকম ৩৪৮টি হাসপাতাল আছে।
যদি দুর্ঘটনার শিকার ব্যক্তি পিএমজেএওয়াই বা অন্য কোনও সরকারি স্কিম বা ব্যক্তিগত বিমার আওতায় কভার করে থাকেন, তাহলে পরবর্তী স্কিমে যাওয়ার আগে দেড় লক্ষ টাকার নগদহীন চিকিৎসার সীমা শেষ হয়ে যাবে।
যদি পুলিশ প্রথম উত্তরদাতা হয়, তাহলে দুর্ঘটনার জন্য অবিলম্বে আইআরএডি এন্ট্রি করতে হবে এবং এটিই প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে।
স্বাস্থ্য বিভাগ এবং আইআরএডি-এর ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম একীভূত করা হয়েছে, যাতে ডেটার কোনও নকল না হয়। টিএমএস আইডি এবং আইআরএডি আইডি ওয়ান-টু-ওয়ান ম্যাপ করা হয়েছে।