NE UpdatesHappeningsBreaking News
সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দুই দিনের সেমিনার
ওয়েটুবরাক, ২০ অক্টোবর : কুমার ভাস্কর বর্মা সংস্কৃত ও পুরাতন বিশ্ববিদ্যালয়ে দুই দিনের এক জাতীয় পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে৷ ‘উত্তর-পূর্ব ভারতে ভক্তি ঐতিহ্য : সামাজিক এবং দার্শনিক প্রভাব’ শীর্ষক দুই দিনের এই সেমিনার বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে৷ প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মঙ্গলাচরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর প্রহ্লাদ যোশি, ভারতীয় দার্শনিক ও অনুসন্ধান সংস্থানের সম্পাদক সচ্চিদানন্দ মিশ্র এবং আয়োজক বিশ্ববিদ্যালয়ের পারম্পারিক বিভাগের অধ্যক্ষ ড. রণজিত তিওয়ারি।
ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক, গবেষকরা এই সেমিনারে অংশ গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন। প্রায় ৪০ টি গবেষণাধর্মী প্রবন্ধ এই দুই দিনের কার্যক্রমে উপস্থাপন করা হবে।