Barak UpdatesHappeningsBreaking News

শুক্র-শনিবার মন্ত্রী রণোজ পেগু ও অশোক সিংঘল কাছাড়ে

ওয়েটুবরাক, ৪ আগস্ট : রাজ্যের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী আগামী দুদিন কাছাড় জেলায় অবস্থান করবেন৷ শিক্ষামন্ত্রী রণোজ পেগু ও জেলার অভিভাবক মন্ত্রী তথা নগরোন্নয়ন ও সেচ মন্ত্রী অশোক সিংঘল শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে ইন্ডিগোর একই বিমানে গুয়াহাটি থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন৷

মন্ত্রী রণোজ পেগু শুক্র-শনি দুদিনই কাছাড় জেলার বিভিন্ন স্কুলে গুণোৎসব পর্যবেক্ষণ করবেন৷ লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই জানিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁর এলাকাতেও কয়েকটি স্কুলে যাবেন চূড়ান্ত হয়েছে৷

মন্ত্রী অশোক সিংঘল শিলচরে এসেই চলে যাবেন বিদ্যালয় সমূহের উপ-পরিদর্শকের (ডিআই) কার্যালয়ে৷ বেলা ১২টায় সেখানে পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি৷ বিকাল তিনটায় কাছাড় জেলা প্রশাসন আয়োজিত লোককল্যাণ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন৷ সততা ও নিষ্ঠার জন্য জেলার পাঁচজন সরকারি কর্মীর হাতে তিনি লোককল্যাণ পুরস্কার তুলে দেবেন৷

দুজনই শুক্রবার শিলচর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন৷ শনিবার পৃথক কর্মসূচিতে অংশ নিলেও ফিরবেন একসঙ্গে, বেলা ২টা ৩৫ মিনিটের স্পাইসজেটের বিমানে৷

জেলা জনসংযোগ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী সিংঘল শুক্রবার দুটি পর্যালোচনা বৈঠক করবেন৷ বিকাল সাড়ে ৪টায় সেচ বিভাগের কর্মকর্তাদের বৈঠকে ডেকেছেন৷ থাকবেন জেলাশাসক রোহনকুমার ঝা-ও৷ ৫ টায় শুরু হবে জেলার বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক৷ পরদিন শনিবার সকাল ৮টায় একই ধরনের বৈঠক হবে নগরোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে৷ আগের দিনের বৈঠকদুটি জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলেও শনিবার নগরোন্নয়ন বিভাগের বৈঠকটি হবে শিলচর সার্কিট হাউসে৷ সেদিন সকাল ১১টায় মন্ত্রী সিংঘল সার্কিট হাউসেই দলীয় কর্মসূচিতে অংশ নেবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker