Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার শিলচর মেডিক্যালে ক্যাথল্যাব উদ্বোধন

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : আগামী শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজে বহুপ্রতীক্ষিত ক্যাথল্যাব চালু হবে৷ সেদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ এখন থেকে হৃদরোগে আক্রান্ত হলে বরাকবাসীকে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রামের জন্য বাইরে যেতে হবে না৷ উপকৃত হবেন ত্রিপুরা, মিজোরামের রোগীরাও৷

২০১৮ সালের অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হলে শিলচর মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছিল তরুণ সায়ন্তন চক্রবর্তীকে৷ কোনও চিকিৎসা মেলেনি তাঁর৷ এনজিওপ্লাস্টির জন্য শিলঙের নেইগ্রিমসে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান তিনি৷ শোকস্তব্ধ বন্ধুরা ক্ষোভে মেডিক্যাল কলেজে গিয়ে উচ্চবাচ্য করেননি৷ সংঘবদ্ধ হলেন এমন পরিস্থিতির অবসানের সংকল্প নিয়ে৷ গঠন করলেন থাউজেন্ড সায়ন্তন৷ শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়াও তাঁদের সঙ্গে সহমত ব্যক্ত করেন, এমন বৃহত্তর এলাকার মেডিক্যাল কলেজে একজন হৃদরোগ বিশেষজ্ঞ প্রয়োজন৷ সেইসঙ্গে ক্যাথল্যাব চাই-ই৷ বিভিন্ন সংগঠনকে নিয়ে থাউজেন্ড সায়ন্তন যত গলা চড়িয়েছে, ডা. বেজবরুয়া দিসপুরে তত চাপ বাড়িয়েছেন৷

পরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই মঞ্জুরিপত্রে সই করেন৷ প্রথমে রাকেশ পি গোপালের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়৷ তিনি মাসে একবার দুই-তিনদিনের জন্য শিলচরে আসবেন৷ জটিল রোগীদের উপযুক্ত পরামর্শ দেবেন, করবেন অস্ত্রোপচার৷ রাকেশ পি গোপালের আসা শুরু হতেই হৃদরোগ চিকিৎসা নতুন মাত্রা পায়৷ পরে হিমন্ত ক্যাথল্যাব নির্মাণেও অনুমোদন জানান৷ মঞ্জুর করেন ৫ কোটি ৩৯ লক্ষ টাকা৷

শর্ত অনুযায়ীই এখন রাকেশ চেন্নাই থেকে একটি টিম নিয়ে এসে কিছুদিন কাজ চালাবেন৷ সেইসঙ্গে স্থানীয় কর্মীদের টিম তৈরি করে প্রশিক্ষিত করে তোলা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker