NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শিল্পপতির স্বার্থেই ডলুতে চা গাছ তুলে বিমানবন্দর, বলল কংগ্রেস

ওয়েটুবরাক, ১৩ মে : সর্বদলীয় বৈঠকে দলীয় প্রতিনিধি শরিফুজ্জামান লস্করের সহমত প্রকাশ এবং প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের মউয়ে স্বাক্ষরের পরও ডলু চা বাগানে বিমানবন্দর তৈরির সিদ্ধান্তের সমালোচনায় মুখর হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা৷ তিনি অভিযোগ করেন, এক শিল্পপতির স্বার্থেই এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি একে নিন্দনীয়, অমানবিক এবং অসমবিরোধী বলেও অভিহিত করেন৷ বলেন, হিমন্তের স্বেচ্ছাচারী চরিত্র ফের সামনে এল৷ তিনি অসম সরকারকে তাৎক্ষণিক ভাবে এই কাজ বন্ধের অনুরোধ জানান৷ নইলে এর পরিণতি ভয়ঙ্কর হবে বলে সতর্ক করে দেন৷

এ দিকে জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক বলেন, চুক্তিতে সহমত প্রকাশ মানে এই নয় যে, শ্রমিকদের মেরেপিটে জমি অধিগ্রহণ করতে হবে৷ তাঁদের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই কাজটি করা যেত৷ তমাল বণিকের দাবি, সর্বদলীয় বৈঠকেও তাঁদের প্রতিনিধি হিসাবে শরিফুজ্জামান লস্কর এই জায়গাতেই গুরুত্ব দিয়েছিলেন৷ তিনি সে দিন বারবার বলেছিলেন, শ্রমিকদের উপেক্ষা করে যেন বিমানবন্দর না হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker