Barak UpdatesHappeningsBreaking News
শিলচর পুর নিগমের ৭ আসন তফসিলি সংরক্ষিত
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: শিলচর পুর নিগমের ৪২ আসনের মধ্যে ৭টি তফসিলি জাতি জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত হয়েছে। এর মধ্যে ৩টি তফসিলি জাতির মহিলাদের জন্য। তবে কোন কোন আসন তাদের জন্য সংরক্ষিত, তা এ দিন চূড়ান্ত হয়নি।
বুধবার জেলাশাসক মৃদুল কুমার যাদব আসন চিহ্নিতকরণ ইস্যুতে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং ইউডিএফ তাতে প্রতিনিধিত্ব করে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বৈঠকে উপস্থিত ছিলেন।
শুরুতেই জনগণনার নানা পরিসংখ্যান তুলে ধরে জেলাশাসক যাদব বলেন, ২০১১-র জনগণনা অনুসারে পুর নিগম এলাকায় মোট জনসংখ্যা ৩,০৬,৩৪৩। এর মধ্যে তফসিলি জাতির জনসংখ্যা ৪৮,২৮২। অর্থাৎ মোট জনসংখ্যার ১৬ শতাংশ তফসিলি জাতি। ওই হিসেবেই ৪২ আসনের ১৬ শতাংশ অর্থাৎ ৭টি তফসিলি জাতি সংরক্ষিত হয়েছে।