ওয়েটুবরাক, ৮ মার্চ: মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে করিমগঞ্জ জেলার ৫টি আসনের কোনোটিতেই সোমবার কোনও প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি। ৫ মার্চ মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন ছিল। ৫ ও ৬ মার্চ কোনও মনোনয়ন জমা পড়েনি। আজ সোমবারও একই অবস্থা৷
আগামী ১২ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে ৷ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কক্ষে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া চলবে। ১৫ মার্চ স্ক্রুটিনি করা হবে। আর ১৭ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।