Barak UpdatesHappeningsBreaking News

শিলচরেও বাড়ি গিয়ে শয্যাশায়ী প্রবীণ ও প্রতিবন্ধীদের করোনা টিকা

ওয়েটুবরাক, ২৮ আগস্ট : কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের শিলচর আরবান ইউনিটের ব্যবস্থাপনায় এবং সক্ষম কাছাড় জেলা কমিটি ও নিঃস্বার্থ সেবা বরাক সংস্থার সহযোগিতায় আজ শনিবার শিলচর শহরের ২০ জন শয্যাশায়ী বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধীদের ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন প্রদান করা হল । যারা বাইরে গিয়ে ভ্যাকসিন নিতে পারছেন না, এই অভিযানে তাদের বিরাট উপকার হয়েছে।

Rananuj

এই বিশেষ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সক্ষম-এর কাছাড় জেলা সম্পাদক রাহুল শীল ও সদস্যা সহেলি দেব। সক্ষম দক্ষিণ অসম প্রান্তের সম্পাদক মিঠুন রায় জানান, বরাক উপত্যকার শয্যাশায়ী দিব্যাঙ্গ, মানসিক দিব্যাঙ্গ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভ্যাকসিনের জন্য তাদের পরিবারের সদস্যরা সক্ষম সংস্থার সঙ্গে এই নম্বরে 6003011724 যোগাযোগ করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker