Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষাবিদ কৃষ্ণমোহন দাশের জীবনাবসান, শোক বিভিন্ন মহলে
ওয়েটুবরাক, ৩ ডিসেম্বরঃ প্রয়াত হলেন প্রবীণ শিক্ষাবিদ তথা ১১ নং বাঁশখাল চাবাগান এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণমোহন দাশ । মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে ধলাই বিধানসভার পুঠিখাল গাঁও পঞ্চায়েতের অধীন বড়জালেঙ্গা ষষ্ঠ খণ্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেছেন স্ত্রী কনিকা দাশ, তিন পুত্র যথাক্রমে কমলেশ, সমরেশ ও অমলেন্দু, দুই কন্যা করবী ও কাবেরী, দুই পুত্রবধু রেখা ও মিতালী, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। বেশ কয়েক মাস থেকে তিনি বিভিন্ন শারীরিক সমস্যা সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শিলচরের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিজেপি কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি অমিয় কান্তি দাশ, অসম অনুসূচিত জাতি পরিষদের চেয়ারম্যান তথা সম্প্রতি ধলাই উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডঃ অসীমা রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, বিশ্ব হিন্দু পরিষদের গুয়াহাটি ক্ষেত্রের ধর্ম প্রসার প্রমুখ পূর্ণ চন্দ্র মণ্ডল, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি আইনজীবি শান্তনু নায়েক, ধর্ম প্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর দাস, কাছাড় যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক সৌমিত্র নাথ, ধলাই থানার প্রাক্তন ওসি মনোজ বরুয়া, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য যুগ্ম সম্পাদক কনকলাল দেব, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ আসাম প্রান্তের সহ-সংযোজক সঞ্জীব সিনহা, ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস, নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চিফ এডিটর মণিভূষণ চৌধুরী, বরিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার সাহা, বজরং দলের জেলা সংযোজক গৌরব রায়, দুর্গা বাহিনীর সহ সংযোজিকা রূপা নাথ, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার প্রাক্তন সম্পাদক পিংকু রুদ্রপাল সহ অন্যান্যরা প্রয়াতের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রয়াতের জৈষ্ঠ্য পুত্র কমলেশ দাশ শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করছেন এবং কনিষ্ঠ পুত্র অমলেন্দু দাশ বরাক উপত্যকার একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসাবে সমাজের কাজে ব্রতী রয়েছেন।