Barak UpdatesHappeningsBreaking News
রোটারি পিঙ্কের সংবর্ধনার জন্য ছাত্ররাই বাছাই করে দিল শিক্ষকদের
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক দশজন শিক্ষককে ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ডে সম্মানিত করল। ব্যতিক্রমী ক্লাব, ব্যতিক্রমী তাদের কর্মসূচি। ক্লাব ব্যতিক্রমী এই কারণে যে, গোটা মহাদেশে এটিই দ্বিতীয় রোটারি ক্লাব, যেখানে সদস্যরা সকলেই মহিলা। আর শিক্ষক দিবস উপলক্ষে তারা যে কর্মসূচি গ্রহণ করেছে, তাও ব্যতিক্রমী। ছাত্রছাত্রীরা বাছাই করে দিয়েছে, কোন শিক্ষক বা শিক্ষিকা সংবর্ধনার যোগ্য। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী দ্বারা মনোনীত ওই দশ শিক্ষককে ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তাঁরা হলেন শ্রীশ্রী রাধারমন গোস্বামী হাই স্কুলের শুভাশিস চক্রবর্তী, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের শর্বরী দেবরায়, এসকে প্র্যাকটিসিং তিন নং স্কুলের মিনতি শর্মা, নিরঞ্জন পাল ইনস্টিটিউটের সুরজিত আচার্য, দুর্গাশঙ্কর পাঠশালার শর্মিষ্ঠা দত্ত, প্রগতিক হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ের একতা বার্মা, কুলদাসুন্দরী পাঠশালার চম্পা চৌধুরী, এমএম বালিকা বিদ্যানিকেতন হাই ্স্কুলের দুর্বা পাল, জয়কুমার বালিকা বিদ্যালয়ের গায়ত্রী ঘোষ এবং পঞ্চানন শিববাড়ি শিশুসদন এলপি স্কুলের নবনীতা কর।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের সভাপতি সমিতা দত্ত। উপস্থিত ছিলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, রোটারি ৩২৪০ ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট গভর্নর চন্দনা পুরকায়স্থ, রোটারি পিঙ্কের সম্পাদক পর্ণা ভট্টাচার্য, ডা. বিজয়লক্ষী দাস চৌধুরী, জয়শ্রী কর প্রমুখ। সুদীপ্তা সেনগুপ্ত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সমাপ্তিতে গান গেয়ে শোনান মঙ্গলা নাথ। তাঁরা দুজনেই আমন্ত্রিত শিল্পী৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সদস্যা পূজা পাটোয়া।