NE UpdatesHappenings

রোটারিয়ান চন্দনা পুরকায়স্থ প্রয়াত

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : শিলচরের বিশিষ্ট সমাজদরদী মহিলা, রোটারিয়ান চন্দনা পুরকায়স্থ আর বেঁচে নেই৷ শুক্রবার  রাত ৯টা ৫৮ মিনিটে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। কিছুদিন আগেই তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে৷ শুরু হয়েছিল চিকিৎসা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷

মৃত্যুকালে রেখে গেলেন স্বামী ডা. বিজন পুরকায়স্থ, একমাত্র পুত্র ডা. বিশ্বরূপ সহ তাঁর বিশাল রোটারি পরিবার এবং প্রচুর গুণগ্রাহীদের৷  বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ প্রয়াতার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

তিনি এই অঞ্চলের রোটারি মুভমেন্টে বিশেষভাবে জড়িত ছিলেন৷ দীর্ঘদিন ছিলেন শিলচর রোটারি ক্লাবের সম্পাদক সহ নানা পদে৷ পরে গড়লেন মহিলা রোটারিয়ানদের নিজেদের ক্লাব রোটারি ক্লাব অফ শিলচর পিঙ্ক৷ গত বছর রোটারি ক্লাবের ৩২৪০ জেলার তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর ৷

চন্দনা পুরকায়স্থ এক সময় ছিলেন শিলচর উপভোক্তা আদালতের সদস্য বিচারক৷ এই অঞ্চলে কম্পিউটার শিক্ষা ও ব্যবহারের প্রচলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker