Barak UpdatesHappeningsBreaking News
রেলের স্বীকৃত ট্রেড ইউনিয়ন গঠনের নির্বাচনে শিলচরেও সাড়া
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: ১১ বছর পর দেশ জুড়ে রেলের স্বীকৃত ট্রেড ইউনিয়ন গঠনের নির্বাচন হচ্ছে। নিজেদের দাবিদাওয়া, চিন্তাধারাকে সামনে রেখে সবকটি ইউনিয়ন ব্যাপক প্রচার করে। ‘সিক্রেট ব্যালট’ পদ্ধতিতে আজ বুধবার শুরু হয়েছে তিনদিনের নির্বাচন। শিলচরে নির্বাচন হচ্ছে বুধ ও বৃহস্পতিবার। রানিং স্টাফদের ভোট শুক্রবার। ফলে বরাক উপত্যকার পাঁচ ভোটকেন্দ্রের মধ্যে একমাত্র বদরপুরের দুই কেন্দ্রে শুক্রবারও ভোটগ্রহণ হবে। করিমগঞ্জ (শ্রীভূমি) এবং লালাতেও দুইদিনে ভোট সম্পন্ন হবে। দেশ জুড়ে গণনা এবং ফলপ্রকাশ আগামী ১২ ডিসেম্বর।
শিলচর ভোটকেন্দ্রে সকাল থেকেই রেল কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে তিন সংগঠনের মধ্যে এই স্বীকৃতির লড়াই। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন, এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এবং পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে কর্মচারী সংঘ সকলেই রোটারি ক্লাব প্রান্তে বুথ কার্যালয় গড়ে তোলে। ভোটার তালিকা এবং স্লিপ নিয়ে সবাই ব্যস্ত। অন্যান্য নির্বাচনের মতো এখানেও শেষ মুহূর্তের অনুরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভোটাররা যেতেই স্লিপ হাতে ধরিয়ে দেওয়া, ব্যালট পেপারে কোথায় নিজেদের চিহ্ন রয়েছে, তা দেখিয়ে দেওয়ার এক প্রতিযোগিতা চলে।
আজ বুধবার যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা বৃহস্পতিবার ভোট দেবেন। আগের অভিজ্ঞতায় সব সংগঠনের নেতারাই বললেন, শিলচরের ৮২৩ ভোটারের অধিকাংশ প্রথম দিনে ভোট দিলেও দ্বিতীয় দিনের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা একেবারে কম হবে না। ফলে বৃহস্পতিবারও তাঁরা ভোর ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত একইভাবে অস্থায়ী বুথ অফিসে থাকবেন।
সারা দেশে পাঁচটি রেল জোন রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রতি জোনে পৃথকভাবে স্বীকৃত সংগঠনের মান্যতা দেওয়া হয়। ৩৩ শতাংশের বেশি ভোট যারা পায়, এরাই স্বীকৃতি পায়। কোথাও এক সংগঠনের সে স্বীকৃতি মেলে। কোথাও আবার দুই সংগঠন ৩৩ শতাংশের ওপরে পেয়ে যায়। শিলচর সহ বরাক উপত্যকার ভোটবোঝাই ব্যালট বাক্স লামডিঙে পাঠানো হবে। সেখানে গণনা হবে লামডিঙ ডিভিশনের সব ভোট।