India & World UpdatesHappeningsBreaking News
রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের শাস্ত্রবিধি শুরু মোদির
নাসিক, ১২ জানুয়ারি : ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে শুক্রবার থেকে ১১ দিনের বিশেষ শাস্ত্রবিধি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আগেই এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, রামলালার মূর্তি প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি। এই ক’টা দিন তিনি শাস্ত্রবিধি অনুসরণ করে চলবেন। সেই মতো ১১ দিনের বিশেষ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে ইউটিউবে এক অডিও বার্তায় তাঁর কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। প্রথমদিন নাসিকের ঐতিহাসিক কালারাম মন্দিরে জঞ্জাল সাফাই করতে নিজেই হাতে তুলে নেন বালতি ও কাপড়। পরিষ্কার করলেন মহারাষ্ট্রের নাসিকের মন্দির প্রাঙ্গণ।
এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রভু রাম আমায় এই পবিত্র অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন। আমি নিমিত্ত মাত্র। কিন্তু, ঋষি-মুনিরা এমন বড় ধার্মিক কাজ করার আগে কঠোর তপস্যা করতেন বলে শুনেছি। তাই আমিও তাঁদের থেকে পাওয়া মার্গদর্শনের মাধ্যমে ১১ দিনের বিশেষ কর্মসূচি পালন শুরু করতে চলেছি।’ মোদি বলেন, ‘শাস্ত্রে আছে, ইশ্বরের আরাধনা কিংবা যজ্ঞের আগে নিজেকে শুদ্ধ করতে হয়। অন্তরে ধর্ম চেতনা জাগ্রত করতে হয়। কঠোর আধ্যাত্মিক নিয়ম পালন করতে হয়। আমিও এতদিন ধরে ঋষি-মুনিদের সান্নিধ্যে যে মার্গদর্শন পেয়েছি, সেই অনুযায়ী ১১ দিনের বিশেষ কর্মসূচির পালন করব।’ অযোধ্যা এবং অন্যত্র সাধু-সন্তরা ছাড়াও বহু সাধারণ মানুষও আগামী ১১দিন বিশেষ বিধি মেনে দিন যাপন করবেন। ১৬ জানুয়ারি থেকে মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় উৎসব শুরু হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্ত ও নাগরিকদের সারা দেশের সমস্ত মন্দির পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। মন্দির পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ার। প্রধানমন্ত্রী এদিন ভক্ত ও শিল্পীদের গাওয়া রাম ভজনেও অংশ নেন। রামায়ণ -এর মারাঠি আবৃত্তি শোনেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এদিন মোদির মন্দিরের মেঝে পরিষ্কার করার এবং স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিও শেয়ার করেন।