Barak UpdatesHappeningsBreaking News
রাজনৈতিক বিজ্ঞাপনের আগাম সার্টিফিকেট নেওয়ার নির্দেশ
২৬ মার্চ : ভোটের দিন ও তার আগের দিন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার পূর্বে জেলা বা রাজ্যিক এমসিএমসি থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক । কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা যেকোনো সংঘটন নির্বাচনের সাথে যুক্ত এধরনের কোনো বিজ্ঞাপন প্রচারের জন্য প্রি সার্টিফিকেশন অবশ্যই নিতে হবে । নির্বাচন কমিশনের এক নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে ৩১ মার্চ এবং ১ এপ্রিল কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না, যদি এমসিএমসি থেকে অনুমতি নেওয়া না থাকে ।
মূলত বিভ্রান্তি মূলক ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন আশঙ্কা রোধ করতে নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে । এই নির্দেশে আরও বলা হয়েছে যে প্রি সার্টিফিকেশন প্রদানের সময় এমসিএমসি কর্তৃপক্ষকে কি উদ্দেশে বিজ্ঞাপন তার সঠিক বিষয়টি যাচাই করতে হবে । এই প্রি সার্টিফিকেশনের বিষয়টি সব রাজনৈতিক দলের সভাপতি ও প্রার্থীদের নজরে নিয়ে আসতে হবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের সব রাজনৈতিক দলের কাছে কমিশনের এই নির্দেশ পাঠিয়ে দিয়ে আগামী ৩১ মার্চ এবং ১ এপ্রিল কোন বিজ্ঞাপন প্রকাশ করতে হলে তার আগাম সার্টিফিকেট মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিক এর পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।