Barak UpdatesHappeningsBreaking News
রাখি পূর্ণিমায় রোজকান্দি বাগানে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ বিতরণ
২৩ আগস্ট : রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে রোজকান্দি বাগানে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। স্বামী মৃণ্ময়ানন্দজি মহারাজের সহযোগিতায় এবং প্রচারক দলের প্রধান স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি মহারাজের নেতৃত্বে বড়জালেঙ্গায় রোজকান্দি চা বাগানে মহিলাদের মধ্যে ৬০টি শাড়ি ও ৫০০ মানুষের মধ্যে বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রোজকান্দি বাগানের ম্যানেজার আই বি উবাদিয়া, রোটারিয়ান দেবাশিস চক্রবর্তী, স্বামী ব্রজেশানন্দজি, স্বামী কাশীনাথানন্দজি, ব্রহ্মচারী পাঞ্চজন্য সহ বিভিন্নজনেরা উপস্থিত ছিলেন। রোজকান্দি বাগান কর্তৃপক্ষ ভারত সেবাশ্রম সংঘের এই প্রয়াসকে সাধুবাদ জানান।
এ দিকে, এদিন মালিনীবিলে ভারত সংঘের কার্যালয়ে রাখি পূর্ণিমার তাতপর্য নিয়ে আলোচনা করেন স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি মহারাজ সহ সংঘের অন্য সন্ন্যাসীরা। এরপর বৈদিক শান্তি যজ্ঞ এবং গুরু মহারাজের পূজারতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে রাখি পূর্ণিমা উৎসব উদযাপিত হয়। প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় গিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা ত্রাণ সামগ্রী সহ রান্না করা খাবার বিতরণ করছেন।