Barak UpdatesHappeningsBreaking News
রংপুর আঙ্গারজুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নেতাজি ছাত্র যুব সংস্থা
ওয়ে টু বরাক, ৯ মার্চ : রংপুর আঙ্গারজুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল নেতাজি ছাত্র যুব সংস্থা। দোল পূর্ণিমার রাতে সিলিন্ডার ব্লাস্ট হয়ে রংপুর আঙ্গারজুর এলাকায় চারটি বাড়ির সাতটি পরিবারের ঘর সহ সব আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই পরিবারের সদস্যরা এখন ছোট শিশুদের নিয়ে অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। সংস্থার সদস্য সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় গঠিত ‘NCYS ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পরিবার প্রতি নগদ পাঁচশ টাকা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে মশারি, বেডকভার, মাদূর, বালতি, মগ ইত্যাদি প্রদান করা হয়।
প্রয়োজনীয় সামগ্রীগুলি সংস্থার পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সাধারণ সম্পাদক দিলু দাস, সহ সভাপতি রাজদীপ দেবরায়, কোষাধ্যক্ষ অনুপ দেব, সাংগঠনিক সম্পাদক বাপ্পি আচার্য ও ননীগোপাল দেব, প্রচার সম্পাদক দিলীপ কুমার সিং, সদস্য কমল নন্দী, সঞ্জয় রায় সহ স্থানীয় সমাজকর্মী অজিত দাস ও ধর্মানন্দ দাশ ।