Barak UpdatesHappeningsBreaking News

যোগ দিবসের কাউন্ট ডাউন শুরু, মহিলাদের সুস্থ থাকার বার্তা

জেলা প্রশাসনের উদ্যোগকে সাকার করল আয়ুষ-নিরাময়

ওয়ে টু বরাক, ১৬ জুন : পড়ুয়াদের সৰ্বাঙ্গীন বিকাশের ক্ষেত্ৰে যোগ জরুরি৷ এই বিষয়টির ওপর গুত্ব দিচ্ছে সরকারও৷ তাই পাঠ্যক্রমের পাশাপাশি ছাত্ৰছাত্ৰীরা যাতে যোগ প্ৰক্রিয়ার অনুশীলন করতে পারে, তার জন্য শিক্ষা বিভাগ বরাবরই তৎপর৷ সময় সময় বিভিন্ন প্ৰকপ্লের মাধ্যমে এই যোগ সচেতনতা জারি রয়েছে৷ এমন কথাই শোনালেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অন্তরা সেন৷ রবিবার, শিলচর মহিলা কলেজে যোগ দিবসের কাউন্টডাউন প্ৰোগ্ৰামে বক্তব্য পেশ করছিলেন তিনি। তাঁর কথায়, যোগের উপকারিতা, অভ্যাসের তাৎপৰ্য এ সব বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই এমন অনুষ্ঠান৷

প্ৰসঙ্গত, ২১ জুন সমগ্ৰ বিশ্ব দশম আন্তৰ্জাতিক যোগ দিবস পালন করছে৷ এবারও এই দিনটি ঘিরে উৎসবমুখর মেজাজে যোগপ্ৰেমীরা৷ বহুদিন আগে থেকেই যোগ বিষয়ক অনুষ্ঠান চলছে৷ এরই অঙ্গ হিসেবে অসমে ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন, আসাম চ্যাপটারের প্ৰস্তাবে সাড়া দিয়ে অসম সরকারের আয়ুষ সঞ্চালকালয় রাজ্যের সাতটি জেলায় করছে কাউন্টডাউন প্ৰোগ্ৰাম৷ পরিচালনায় রয়েছে অ্যাসোসিয়েশনের স্বীকৃতিপ্ৰাপ্ত যোগ প্ৰতিষ্ঠানগুলো৷ ১৬ জুন রবিবার এই কাউন্টডাউন প্ৰোগ্ৰামের অন্তৰ্গত কমন যোগ প্ৰটোকল ছাড়াও শুধুমাত্ৰ মেয়েদের জন্য আয়োজিত হয়েছে বিশেষ কৰ্মশালা৷ বিষয় ছিল উওমেনস ওয়েলনেস অ্যান্ড যৌগিক প্ৰ্যাকটিসেস৷

কাছাড় জেলা প্ৰশাসনের ব্যবস্থাপনায় ন্যাশনাল আয়ুষ মিশন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে হয় আয়োজন৷ পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিল ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের স্বীকৃতিপ্ৰাপ্ত শিলচরের ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান৷ এখানে উল্লেখ করতে হয় যে নিরাময় কিন্তু ভারত সরকারের আয়ুষ মন্ত্ৰকের যোগ সাৰ্টিফিকেশ বোৰ্ডেরও স্বীকৃতিপ্ৰাপ্ত যোগ প্ৰতিষ্ঠান৷

এ দিন অতিথিদের প্ৰদীপ প্ৰজ্জ্বলন, শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্ৰোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান৷ এর আগে সবাইকে উত্তরীয় ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয় নিরময়ের তরফে৷ এতে সহযোগিতা করে দেবশ্ৰী শৰ্মা, দেবীতমা চক্রবৰ্তী, শ্ৰেয়া দত্ত ও শতাব্দী রায়৷ বৈদিক মন্ত্ৰপাঠে ছিল শ্ৰেয়া দত্ত, কোয়েল রায় ও সংহিতা চক্রবৰ্তী৷ স্বাগত ভাষণ দেন ডাঃ সোনম পাণ্ডে৷ যোগ-এর মূল প্ৰেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন৷

উদ্বোধনী পৰ্বে পৌরোহিত্য করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বৰ্মণ৷ তাঁর কথায়, নিয়মিত যোগ অনুশীলন শুধুমাত্ৰ শারীরিক ও মানসিকভাবে একজনকে সক্ষমই করে তোলে না, বিভিন্ন রোগের হাত থেকেও রক্ষা করে৷ অন্যদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জোনালী দেবী, জিসি কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, নিরাময়ের মহিলা শাখার সভানেত্ৰী কল্যাণী চৌধুরী, নিরাময়ের উপদেষ্টা ও শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্ৰত দত্ত বক্তব্য পেশ করেন৷ তাঁরা প্ৰত্যেকে একটা আনন্দময় জীবন কাটাতে যোগ চৰ্চার আহ্বান জানান৷ একই সঙ্গে নিজেকে চাপমুক্ত রাখতে ও মনকে একাগ্ৰ করতে পড়ুয়াদের রোজ যোগ প্ৰক্রিয়া অনুশীলনের পরামৰ্শ দেন৷ আয়ুষের নোডাল অফিসার ডাঃ মৃদুল দেউরি, জিসি কলেজের অধ্যাপক ড. অপ্ৰতীম নাগ, নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য, উপদেষ্টা রসরাজ দাস, নিরাময় ট্ৰাস্টের সভাপতি শোভন ব্যানাৰ্জি, উপদেষ্টা বিক্রমজিৎ চক্রবৰ্তী ও মুখ্য সংযোজক সহ প্ৰকপ্ল সঞ্চালক দিব্য গীতানন্দ প্ৰমুখ উপস্থিত ছিলেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নিরাময় যোগ শিক্ষা সংস্থানের চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য৷ এর আগে ছিল সম্মাননা পৰ্ব৷ এতে জেলা প্ৰশাসন, ডিস্ট্ৰিক্ট হেলথ সোসাইটি, সৰ্বশিক্ষা মিশন কাছাড় সহ কৰ্মশালায় অংশগ্ৰহণকারী বিভিন্ন শিক্ষা-প্ৰতিষ্ঠানকে স্মারক তুলে দেওয়া হয় নিরাময় যোগ শিক্ষা সংস্থানের তরফে৷

দ্বিতীয় ভাগে ছিল কমন যোগ প্ৰটোকল ও কৰ্মশালা৷ জিসি কলেজ, মহিলা কলেজ, আদৰ্শ বিদ্যানিকেতন এইচএস সহ আরও অন্যান্য শিক্ষা-প্ৰতিষ্ঠানের বহু ছাত্ৰী এতে অংশ নেন৷ ছিলেন শিক্ষিকা ও মায়েরাও৷ এতে মুখ্য শিক্ষক ছিলেন শতাক্ষী ভট্টাচাৰ্য৷ প্ৰটোকল ইনস্ট্ৰাক্টর ছিলেন শুভঙ্কর সাহা৷ তাছাড়া, শিক্ষকদের মধ্যে অভীক ভট্টাচাৰ্য, তপন চেতিয়া, ডেমন্সস্ট্ৰেটরদের মধ্যে ছিলেন পুরবী দেবনাথ, তানিয়া শ্যাম ও বিজিতা পাল৷ কৰ্মশালায় উওমেন্স ওয়েলনেস নিয়ে সারগৰ্ভ বক্তব্য পেশ করেন ডাঃ সোনম পাণ্ডে৷ তারপর সহযোগী শিক্ষকদের নিয়ে আসন, প্ৰাণায়াম ও মেডিটেশনের সেশন নেন নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য৷ যোগ পরম্পরা মতো এই পৰ্বেও প্ৰাৰ্থনা, স্তোত্ৰ ছিল৷ সংকল্পের মাধ্যমে শেষ হয়৷ প্ৰত্যেক অংশগ্ৰহণকারীকে শংসাপত্ৰ দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে৷ এ দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস পুরকায়স্থ৷ আয়োজনে সক্রিয় সহযোগিতা করেন হেমাঙ্গ বড়ো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker