Barak UpdatesCultureBreaking News

বেটি বাঁচাও বেটি পড়াও থিমের ওপর কালীপুজো লিংক রোডে

ওয়ে টু বরাক, ২৩ অক্টোবর ঃ দ্বিতীয় লিংক রোড সর্বজনীন কালীপূজা কমিটি এ বার ২৪ বছরে শ্যামা বন্দনার আয়োজন করেছে। এই পুজো পরিচালনায় রয়েছে যুব সংঘ। এ বার পুজোর থিম বেটি বাঁচাও বেটি পড়াও। অর্থাৎ এর ওপর ভিত্তি করে পুজো মণ্ডপ সেজে উঠবে। মণ্ডপের পাশাপাশি কালীমূর্তি নির্মাণেও সেই ভাবনা রাখা হয়েছে। এ বার পুজোর মণ্ডপ উদ্বোধন করবেন নিবেদিতা নারী সংস্থার হোমে থাকা অনাথ ছোট ছোট মেয়েরা। সঙ্গে প্লাসটিক বর্জনের অনুরোধও জানানো হবে।

Rananuj

এ বছর পুজো কমিটির সভাপতি উত্তম রায় ও সম্পাদক লখন রায়। প্রসঙ্গত, বিগত কয়েক বছর থেকেই আধুনিক মণ্ডপ সজ্জায় এগিয়ে রয়েছে দ্বিতীয় লিংক রোডের এই পুজো মণ্ডপ। গত দু’বছর করোনা মহামারির জন্য পুজোর আয়োজনে কিছুটা বাধা পড়েছিল। এ বার করোনাকাল কাটিয়ে উঠতেই নতুন উদ্যমে পুজো কমিটির সদস্যরা ঝাপিয়ে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker