Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালের জন্য রক্ত সংগ্রহে দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে রক্তদান শিবির
২২ নভেম্বর: শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত নেই৷ সঙ্কট মেটাতে এগিয়ে এলেন শিলচর রেডক্রশ সোসাইটির সম্পাদক দীপায়ন চক্রবর্তী৷ ব্যক্তিগত উদ্যোগে তিনি রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেন৷ মোট ৪৪ জন সেখানে রক্তদান করেন৷ দীপায়নবাবু পুরো রক্তই মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে প্রদান করেন৷
এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত, সুপারিন্টেন্ডেন্ট ডা. অভিজিৎ স্বামী, টিম ওয়ান ফাউন্ডেশনের সভাপতি ঈশ্বরভাই উবাদিয়া ও রেডক্রশ চেয়ারম্যান বীরেশ ব্যানার্জি।
প্রারম্ভিক বক্তব্যে দীপায়নবাবু বলেন, বর্তমানে রেডক্রশের ব্লাড ব্যাঙ্কেও রক্ত নেই৷ কিন্তু মেডিক্যালের অধ্যক্ষ ও সুপারের কাছ থেকে তাদের রক্তসঙ্কটের কথা জেনে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই ক্যাম্পের আয়োজন করেছেন৷ এই কাজে সহযোগিতা করেছে টিম ওয়ান ফাউন্ডেশন৷
মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. রাজীব বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। রেডক্রশের ব্লাড ব্যাঙ্কে রক্ত না থাকার পরেও দীপায়নবাবু মেডিক্যাল কলেজে শিবিরের আয়োজন করেছেন। রেডক্রশের পক্ষ থেকে বীরেশবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সুজন দত্ত, বাবুল হোড়, বিক্রমজিৎ চক্রবর্তী ও নিলয় পাল৷
টিম ওয়ান ফাউন্ডেশনের পক্ষে ঈশ্বরভাই ওবাদিয়ার সঙ্গে ছিলেন অরিজিৎ গোস্বামী, দেবজ্যোতি ঘোষ, নিপ্তু পাল ও হিমানীশ দে৷