Barak UpdatesHappeningsBreaking News
মৃত্যুর ২০ বছর পর অমিয়া বন্দ্যোপাধ্যায়কে পিএইচডির সার্টিফিকেট
ওয়ে টু বরাক, ১৯ এপ্রিল : লালা রুরাল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রয়াত অমিয়া বন্দ্যোপাধ্যায় মৃত্যুর ২০ বছর পর পিএইচডির শংসাপত্র পেয়েছেন। মঙ্গলবার শিলচরে তাঁর বাড়িতে গিয়ে স্বামী শিলচর রেডক্রশ সোসাইটির চেয়ারম্যান বীরেশ বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সার্টিফিকেট তুলে দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ববি ডিমাসা। উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর খবর আসে অমিয়া দেবী পিএইচডি পেয়েছেন। কিন্তু ওইদিন মাত্র দু’ঘণ্টা পর বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
উল্লেখ্য, অমিয়া বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সে সময়কার বাংলা বিভাগের প্রধান ড. সুবীর করের তত্ত্বাবধানে। তাঁর গবেষণার বিষয় ছিল, বরাকের লোককথা : ঐতিহ্য ও পটভূমি। এ দিন পিএইচডির সার্টিফিকেট তুলে দেওয়ার সময় প্রয়াতের বাড়িতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।