Barak UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর কাছে ভাষাদ্বন্দ্বের সুরাহা চায় বাংলা সাহিত্য সভা
২৯ নভেম্বর : বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যে অবিরাম ভাষা দ্বন্দ্বের সুরাহা চাইল বাংলা সাহিত্য সভা অসম। এক বিবৃতিতে সংগঠনের শিলচর শাখার সভাপতি সমরবিজয় চক্রবর্তী বলেন, বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, এ কথা সচেতন রাজ্যবাসীর জানার কথা। বিশেষ করে সরকারি সকল কর্মচারী এ ব্যাপারে অবগত থাকবেন বলেই মনে হয়। তিনি এ নিয়ে আইনে উল্লেখ করা বিষয়টি তুলে ধরেন:
Assam Official Language (Amendment) Act, 1961 “Without prejudice to the provisions contained in section 3( Section 3: It shall come into force at once), the Bengali Language shall be used for administrative and other official purposes upto and including the district level in the district of Cachar”।
তিনি আরও বলেন, কারোর ইচ্ছা-অনিচ্ছার ফাঁকফোকরে বাংলা কুন্ঠিত হয়। ইদানিং এই প্রবণতা প্রায়ই পরিলক্ষিত হচ্ছে।এই একবিংশ শতকে ভাষা আর জাতিদ্বন্দ্ব নিয়ে নিজেকে নিযুক্ত রাখা মানে সকল প্রকার উন্নতি, বিশেষত আর্থ-সামাজিক উন্নতির বিপরীতে চলা।
বাংলা সাহিত্য সভার সভাপতি এ দিন এও বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি নিরপেক্ষতার প্রতি সবার আস্থা রয়েছে, সংগঠনও তাঁর প্রতি শ্রদ্ধাশীল।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রতি তিনি অনুরোধ জানান, তিনি যেন এই ভাষা দ্বন্দ্বের বিহিত সুরাহা করেন।