NE UpdatesHappeningsBreaking News
মিজোরামের লেংপুই বিমানবন্দরে ভেঙে পড়ল মায়ান্মারের বিমান
আইজল, ২৩ জানুয়ারি : মিজোরামের সামরিক বাহিনীর একটি বিমান মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে কম করেও ৮ জন জওয়ান মারাত্মক আহত হয়েছেন। বিমানটিতে ১৪ জন জওয়ান ছিলেন। অন্য একটি সূত্রে জানা গেছে, বিমানে থাকা ১৪ জন জওয়ানই কমবেশি আহত হয়েছেন। মিজোরামের ডিজিপি জানিয়েছেন, আহত জওয়ানদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, এ দিন সকালে বিমানটি মিজোরামে থাকা মায়ান্মারের জওয়ানদের নিয়ে যেতে লেংপুই এসেছিল। এই জওয়ানরা গত সপ্তাহে ভারত-মায়ান্মার সীমান্ত অতিক্রম করে মিজোরামে ঢুকে পড়েছিলেন। এ দিন পাইলট বিমানের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিমানটির মিজোরামে আটকে পড়া ১৮৪ জন জওয়ানকে নিয়ে যাবার জন্য এ দিন এসেছিল। এই জওয়ানরা আরাকান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল।
এই জওয়ানদের নিয়ে যাবার জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও মায়ান্মারের জুন্টা সরকারের মধ্যে আলোচনাও হয়। এরপর দুটি ব্যাচে এঁদের নিয়ে যাবার কথা ছিল। কিন্তু এ দিন সকালে বিমানটি নামার সময়ই দুর্ঘটনার কবলে পড়ে।