NE UpdatesHappeningsBreaking News
মিজোরামের পাথর খাদানে আরও দুই মৃতদেহ উদ্ধার
ওয়েটুবরাক, ১৬ নভেম্বরঃ মিজোরামের পাথর খাদান ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শেষরাতে আরও দুইজনের দেহ তুলে আনা হয়। নাথিয়াল জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় গুরুঙ জানান, মোট বারোজন ধসচাপা পড়েছিলেন। ফলে এখনও আরও দুইজনের দেহ ধসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে। অনুসন্ধা্নকারী দল আশাবাদী, ওই দুইজনের দেহও খুঁজে বার করা সম্ভব হবে। কিন্তু রাত বাড়লে তল্লাশি চালানো বড় কঠিন হয়ে দাঁড়ায়।
মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা টুইট করেছেন, খাদানে অনুসন্ধান পর্ব অব্যাহত রয়েছে। বড় দুভাগ্যজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের কথা ভেবে খুব খারাপ লাগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমাকে টেলিফোন করে তাঁর সমবেদনা জানিয়েছেন।
সরকারি রিপোর্টে জানা গিয়েছে, বারো শ্রমিকের মধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের, তিনজন অসমের এবং দুইজন করে রয়েছেন মিজোরাম ও ঝাড়খণ্ডের। পাঁচটি এক্সকেভেটর এবং বেশকিছু ড্রিলিংমেশিন পাথর খাদানে চাপা পড়ে গিয়েছে।