Barak UpdatesHappeningsCultureBreaking News
মহাবীর জয়ন্তীতে শিলচরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান-শোভাযাত্রা
ওয়ে টু বরাক, ৪ এপ্রিল ঃ মহাবীর জয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়। শিলচর শহরে বসবাসকারী জৈন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দল সংগঠনের তরফে নাচ-গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি উপভোগ করতে প্রচুর ভিড় ছিল বঙ্গভবনে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জৈন ধর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশিষ্টজনেরা। শিলচরের বিশিষ্ট শিল্পপতি মহাবীর জৈন প্রভু মহাবীরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, সদা সত্য কথা বলিবে মহাবীরের এই বাণীগুলো তুলে ধরে সবাইকে বাস্তব জীবনে তা মেনে চলার আহ্বান রাখেন তিনি।
উল্লেখ্য, সোমবার সকালে সমবেত প্রার্থনার পর মেহেরপুর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, সদা সত্য কথা বলিবে ভগবান মহাবীরের এই বার্তায় শোভাযাত্রার মূল উদ্দেশ্য। এতে প্রচুর জৈন ধর্মাবলম্বী জনগণ সামিল হন। শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জৈন ভবনে এসে শেষ হয় শোভাযাত্রা।