NE UpdatesHappeningsBreaking News

মণিপুর থেকে কাছাড়ে ভেসে আসল দিদিমা-নাতির মৃতদেহ

ওয়েটুবরাক, ১৭ নভেম্বরঃ  মেইতেই পরিবারের ছয় অপহৃতের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও সন্ধানহীন পঁচিশ বছরের লাইস্রম হৈতম্বা সিংহ৷ শুক্রবার তার আট মাসের পুত্র, দিদি, ও দিদির আট বছরের কন্যাকে অসম-মণিপুর সীমায় বরাক নদী থেকে উদ্ধার করা হয়৷ রবিবার অসমের চিরিমুখ ও বাঁশকান্দিতে একই নদী থেকে তুলে আনা হয় হৈতম্বার মা ও পুত্রকে৷ শিলচর মেডিক্যাল কলেজে গিয়ে পাঁচজনের দেহই শনাক্ত করেছেন হৈতম্বার ভগ্নীপতি এল উত্তম সিংহ৷ একে একে সকলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেঘালয়ে কর্মরত  নির্মাণশ্রমিক উত্তম৷ বলেন, আমার নিজের বলতে আর কেউ বেঁচে রইল না৷

Rananuj

একদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সামাজিক মাধ্যমে চড়া সুরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করলেন৷ অন্যদিকে মেইতেই প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়ি তছনছ করে দেয়৷ হামলা চালায় কংগ্রেস-বিজেপি নির্বিশেষে বিধায়কদের বাসভবনে৷ বাদ যায়নি মন্ত্রীদের বাড়িও৷ এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারসূচি বাতিল করে দিল্লিতে ছুটে আসেন৷ বৈঠক করেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল সহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে৷ কেন্দ্র কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বলে অনুমান করা হলেও সারাদিনে অমিত শাহ মণিপুর নিয়ে কোনও মন্তব্য করেননি৷

বীরেন সিংহের সরকার সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা সম্প্রসারণের বিরোধিতা করল৷ ক্যাবিনেট বৈঠকে বসে তাঁরা সিদ্ধান্ত নেন, দুদিন আগে নতুন যে ছয় জেলায় আফস্পা বলবৎ করা হয়েছে, তা পুনর্বিবেচনার জন্য কেন্দ্রকে অনুরোধ করা হবে৷ সেই অনুসারে রবিবারই রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে৷

সাতাশ বছরের হাওজয়েল ডাউঙ্গেলকে মেইতেই দুষ্কৃতীরা তুলে নিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করল কুকি জনগোষ্ঠীর সংগঠন কুকি-ইনপি৷ তাদের কথায়,  অসমের মারকুলিন আশ্রয় শিবিরে অন্তঃসত্তা স্ত্রীকে দেখতে গিয়েছিলেন হাওজয়েল৷ ফেরার পথে অসমের জিরিঘাট থেকে তাকে অপহরণ করা হয়৷ পরে মারধর করে হাত বেঁধে নালায় ফেলে দেয়৷ জলে ডুবে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ সঙ্গে ছিল একই গ্রামের যুবক থাঙজাঙ্গুল ডাউঙ্গেল৷ তিনি এখনও সন্ধানহীন৷ কুকি ইনপি অসমে আশ্রিতদের নিরাপত্তার জন্য অসমের কাছাড় জেলা প্রশাসনের কাছে আর্জি জানায়৷ তাদের আরও অভিযোগ, মেইতেইরা শনিবার রাতে জিরিবামের পাঁচটি গির্জা পুড়িয়ে দেয়, আটটি বাড়িতেও আগুন ধরায়৷

পাঁচ জেলায় কার্ফু জারি এবং ইন্টারনেট সেবা স্থগিত রাখলেও হিংসা থেমে নেই৷ সন্ধ্যা নামতেই আতঙ্কে মণিপুরের মানুষ৷ যেমন মেইতেই, তেমনি জনজাতিরা৷

এ দিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বীরেন সিংহ সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে৷ দলের সভাপতি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷ সাংমা বলেন, মণিপুরের অবস্থার অবনতি ঘটেই চলেছে৷ বীরেন সিংহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন৷ তাই তাঁর সরকারকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ মণিপুরে এনপিপি-র সাতজন বিধায়ক রয়েছেন৷ তবে কনরাডের দলের এই সিদ্ধান্তে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা দেখা দেবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker