NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে ৮৭জনকে গণকবর, ক্রন্দনরোলে বাতাস ভারি
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বরঃ মণিপুরের হিংসায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭জনকে গণকবর দেওয়া হল। তাদের মধ্যে রয়েছে একমাসের এক শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হলেও বুধবার চূড়াচাঁদপুর জেলার বাতাস অসংখ্য নারী-পুরুষের কা্ন্নায় ভারি হয়ে ওঠে। হাজার হাজার মানুষ ভিড় জমান তুইবোয়াঙ কবরস্থলে। বিভিন্ন জনজাতি সংগঠনের পক্ষ থেকে তাদের শহিদ বলে ঘোষণা করা হয়। হয় গণপ্রার্থনা।
পুলিশ জানায়, বিভিন্ন জেলায় হাসপাতালের মর্গে দেহগুলি রাখা ছিল এতদিন। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য এ দিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চূড়াচাঁদপুর জেলা জুড়ে জারি হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর কংপকপি জেলায় একই ভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়েছিল।