Barak UpdatesHappeningsBreaking News
ভাষাসেনানী দুর্গেশ দে পুরকায়স্থের প্রয়াণে বরাকবঙ্গের শোক
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : বাহাত্তরের ভাষাসেনানী, উনিশের সম্মাননাপ্রাপক, শিক্ষা ও নাগরিক আন্দোলনের নেতা দুর্গেশ দে পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সংগঠনের তরফে বলা হয়েছে, দূর্গেশবাবুর প্রয়াণে উপত্যকা এক সংগ্রামী ব্যক্তিত্বকে হারালো। উপত্যকার আত্মপরিচয়, ভাষা, শিক্ষা ও নাগরিক অধিকারের প্রশ্নে যখনই আন্দোলন গড়ে উঠেছে তখনই তার সঙ্গে তিনি যুক্ত থেকেছেন, পরামর্শ দিয়েছেন। সম্মেলনের কাছাড় জেলা সমিতি ২০২২ সালে প্রয়াত ভাষাসেনানীকে উনিশের সম্মাননা প্রদান করেছিল।
বুধবার সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ও কাছাড় জেলা সমিতির সহ-সম্পাদক শৈবাল গুপ্ত প্রয়াত পুরকায়স্থের বাড়িতে গিয়ে তাঁর সহধর্মিণী প্রতিভা দে পুরকায়স্থ ও পুত্র জয়দীপ দে পুরকায়স্থের হাতে সম্মেলনের শ্রদ্ধাস্মারক তুলে দেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।