Barak UpdatesHappeningsBreaking News
ভারত বিকাশ পরিষদের উদ্যোগে আসাম বিশ্ববিদ্যালয়ে অ্যানিমিয়া বিষয়ে সচেতনতা অনুষ্ঠান
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখা গত ২১ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহযোগিতায় রক্তাল্পতা বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক পরাগ শীলের স্বাগত ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।
অধ্যাপক অনুপ কুমার দে তাঁর বক্তব্যে অ্যানিমিয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনার উপর ভারত বিকাশ পরিষদের বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত করেন। ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি ডাঃ কিংশুক অধিকারী তাঁর ভাষণে রক্তাল্পতার সমস্যা ও সমাধান নিয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সুস্থ সবল ও নৈতিকভাবে শক্তিশালী ভারত তৈরীর উদ্দেশ্যে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখা সবার সহযোগিতায় আগামী দিনেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।
বিশেষ অতিথি অধ্যাপক অলক সেন রক্তাল্পতা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার জন্য ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শাখা ও বাণিজ্য বিভাগকে অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি৷ ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার সচিব ডাঃ দর্শনা পাটোয়া রক্তাল্পতার কারণ এবং লক্ষণগুলি নিয়ে এদিন আলোচনা করেন৷
ডাঃ সৌরভ দাস তাঁর ভাষণে অ্যানিমিক রোগীদের ব্যবস্থাপনায় আসাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা সম্পর্কে সবাইকে অবহিত করেন। ডাঃ রত্নদীপ নাথ অ্যানিমিয়া প্রতিরোধ শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার বিষয়ে আলোকপাত করেন।
পরিশেষে ড. সৌমেন্দ্র ভট্টাচার্য্য অনুষ্ঠানটি সফল করার জন্য ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।