Barak UpdatesHappeningsBreaking News

বুধবারের মধ্যে বোনাসের হার ঘোষণা করতে বললেন আনবুমাথান

২৮ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূজাবোনাসের হার ঘোষণা করতে চা বাগান মালিকদের বললেন করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি৷ সোমবার জেলাশাসকের কনফারেন্স হলে পূজাবোনাস সংক্রান্ত বৈঠক হয়৷ বিস্তারিত আলোচনার পর জেলাশাসক বলেন, ১২ অক্টোবরের মধ্যে বোনাস বন্টন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ যে দিনেই বোনাস দেওয়া হোক, তা সন্ধ্যার আগে শেষ করতে হবে৷ তিনি বোনাস বণ্টন ডিজিটাল মুডে করতে বাগান কর্তৃপক্ষদের বলেন৷ পাশাপাশি এও বলে রাখেন, বোনাস দেওয়া নিয়ে কোথাও কোনও সমস্যার আশঙ্কা থাকলে তা যেন জেলা প্রশাসনকে আগে থেকে জানিয়ে রাখা হয়৷

Rananuj

এই আলোচনা সভায় ডিডিসি আরকে লস্কর,  বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন৷

চা বাগানের বৈদ্যুতিক সমস্যার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়৷ জেলাশাসক আশ্বস্ত করেন, হাই পাওয়ার বৈদ্যুতিক লাইনের কাজ হয়েছে৷ এখন বিদ্যুৎ সমস্যা মিটে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker