Barak UpdatesHappeningsBreaking News
বুদ্ধদেবের পিএইচডি লাভ
ওয়েটুবরাক, ১ জানুয়ারিঃ কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড অ্যানসিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করলেন শিলচরের গবেষক বুদ্ধদেব পুরকায়স্থ। বিভাগীয় প্রধান ড. রঞ্জিতকুমার তিওয়ারির তত্ত্বাবধানে তিনি সফল গবেষণা করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘আচার্য বলদেব বিদ্যা ভূষণের গ্রন্থ গুলিতে অচিন্ত্য ভেদাভেদবাদের একটি সমীক্ষা’।
বুদ্ধদেব ২০২১ সালের নভেম্বরে পিএইচডির জন্য নাম লিখিয়েছিলেন। তিন বছরের মধ্যে সাফল্য লাভের জন্য তত্ত্বাবধায়ক ড. তিওয়ারি সহ গবেষক বুদ্ধদেবকে বিশ্বব্দ্যালয়ের সমস্ত শিক্ষক, আত্মীয়-পরিজন ও শুভানুধ্যায়ীরা সাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, আগামী সমাবর্তনে তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তিনিই নলবাড়ি স্থিত কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড অ্যানসিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটির প্রথম পিএইচডি ডিগ্রিপ্রাপক।
প্রসঙ্গত, শিলঙ স্থিত নবোদয় বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক বুদ্ধদেব বিশিষ্ট সমাজদরদী নেতা ও শিক্ষক প্রয়াত তারাশঙ্কর পুরকায়স্থ এবং উমা পুরকায়স্থের কনিষ্ঠ পুত্র। দুধপাতিলের আদি বাসিন্দা হলেও বর্তমানে তিনি দাস কলোনির পূর্বাশা লেনের বাসিন্দা।