CultureBreaking News
বিপ্রজ্যোতি স্মরণে শিলচরে বহুভাষিক সঙ্গীতমেলা ২৩-২৪শে
১৭ ফেব্রুয়ারি : সঙ্গীতশিল্পী বিপ্রজ্যোতি পুরকায়স্থ স্মরণে শিলচরে সপ্তম বরাক বহুভাষিক সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে শহরের বিপিন পাল সভাস্থলের মাঠে। বহুভাষিক সঙ্গীত মেলার আয়োজক শিলচর শ্যামাপ্রসাদ রোডের নতুন দিগন্ত প্রকাশনী।
প্রথম দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মেলার উদ্বোধন করা হবে। পরদিন ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা গানের অনুষ্ঠান চলবে। শিলচর তথা উপত্যকার বিভিন্ন স্তরের শিল্পীরা মেলায় গান গাইবেন। গানে গানে সবাই প্রিয় বিপ্রজ্যোতিকে সম্মান জানাবেন। মেলা আয়োজনে সহযোগিতায় রয়েছেন ভাস্কর দাস, বিধান লস্কর, মঙ্গলা নাথ ও বি এস মিউজিক্যাল গ্রুপ।
প্রসঙ্গত, এই বহুভাষিক সঙ্গীত মেলা শিল্পী বিপ্রজ্যোতি পুরকায়স্থের জীবদ্দশায়ই শুরু হয়েছিল। তিনি নিজে এই মেলা শুরু করেন। এই মেলাকে কেন্দ্র করে তিনি অনেক স্বপ্ন লালন করেছিলেন। বর্তমানে তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্য ও অন্য সঙ্গীত শিল্পীরা এই মেলার আয়োজন করে যাচ্ছেন।