Barak UpdatesBreaking News

পিএফআই-র প্রতিষ্ঠা দিবস ঘিরে হাইলাকান্দি উত্তপ্ত
Chaos at Hailakandi on the issue of foundation day of PFI

১৭ ফেব্রুয়ারিঃ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র প্রতিষ্ঠা দিবস ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় হাইলাকান্দি শহরে। তারা নেতাজির মূর্তির পাদদেশে পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি গ্রহণ করে। কিন্তু হাইলাকান্দি সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে অনুষ্ঠানস্থলে যেতেই ঝঞ্ঝাট শুরু হয়।

বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ক্যাডাররা সেখানে উপস্থিত হয়। আপত্তি জানায় এই ধরনের অনুষ্ঠান পালনের। তাদের অভিযোগ, ‘পিএফআই একটি মুসলিম মৌলবাদী সংগঠন। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার দরুন তাদের কার্যকলাপ নিষিদ্ধ করেছে সরকার।’ এমন সংগঠনকে পতাকা তুলতে দেবেন না বলে জানিয়ে দেন তাঁরা। দুই পক্ষে অনেক সময় ধরে কথা কাটাকাটি চলে।

পিএফআই-র বক্তব্য, অসমে তাদের কাজকর্মের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া, তারা থানা থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠান করছেন। পুলিশের উপস্থিতিতেই এই তর্কাতর্কি চলে বেশ কিছু সময়। হিন্দুত্ববাদীরা পিএফআই-র পতাকা নামিয়ে নেয়। পিএফআই-ওওই চত্বরে প্রবীণ তোগাড়িয়ার নতুন সংগঠনের ব্যানার পেয়ে সেটি ছিড়ে ফেলে। ঘটনা একসময় মারপিটের দিকে গড়ায়। একজন সামান্য জখমও হন। পুলিশ লাঠি চালিয়ে দুইপক্ষকেই তাড়িয়ে দেয়। পরে বজরং দলের তিন কর্মী মিষ্টু নাথ, মানব চক্রবর্তী ও অভিজিত দে হাইলাকান্দি থানায় মামলা করেন।

পিএফআই-কে নিষিদ্ধ সংগঠন বলে উল্লেখ করেন এরা। অভিযোগ জানান, পিএফআই তাদের পোস্টার-ব্যানারও নষ্ট করে দিয়েছে। হাইলাকান্দির পুলিশ সুপার মহনীশ গোস্বামী জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের তালিকায় পিএফআই নেই। হাইলাকান্দিতে তাদের খুবই ছোট সংগঠন। তবু তারা নজর রাখছেন। মামলার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker