NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বিজেপির প্রদেশ লিগ্যাল সেল পুনর্গঠিত, বরাকের প্রতিনিধি ধর্মানন্দ দেব

ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : বিজেপির আসাম প্রদেশ লিগ্যাল সেল পুনর্গঠিত হয়েছে৷ কনভেনারের দায়িত্ব অর্পণ করা হয়েছে গোলাঘাটের আইনজীবী জয়ন্তকুমার গোস্বামীকে৷ কো-কনভেনার তিনজন হলেন শিবসাগরের সত্যবতী কোঁয়র, বরপেটার  মুকেশ চাছন ও উত্তর কামরূপের প্রাণজিৎ সিংহ লহকর৷ ২২ সদস্যের কমিটিতে বরাক উপত্যকা থেকে একজনকেই মনোনীত করা হয়েছে৷ তিনি হলেন শিলচর জেলা বারের ধর্মানন্দ দেব৷

Rananuj

অন্যান্য জেলা থেকে সদস্য করা হয়েছে আরও ১৭ জনকে৷ তাঁরা হলেন নগাঁওয়ের ধ্রুবজ্যোতি  শর্মা ও সুদীপ্তরঞ্জন বরুয়া, কোকরাঝাড়ের অনুপমা দেবী, মরিগাঁওয়ের রশ্মি কৌশিক, উত্তর লখিমপুরের বিতুপন দেউড়ি, গুয়াহাটির মধুছন্দা ভট্টাচার্য, দীপ্তপ্রসাদ গোস্বামী, দীপাঞ্জলি বরা, তাপসকুমার বর্মণ ও দীপাঞ্জলি দাস মিশ্র, দরঙের গৌতম শইকিয়া, কলিয়াবরের অমরজ্যোতি শইকিয়া, যোরহাটের দিগন্তপ্রকাশ গোস্বামী, ঢকুয়াখানার মনজিৎ চেতিয়া, ডিব্রুগড়ের মেঘালি ডিহিঙ্গিয়া, নলবাড়ির জিতুমণি কলিতা এবং ধুবড়ির সঞ্জয়কুমার রায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker