Barak UpdatesHappeningsBreaking News
বিজেপির কাঁধে চড়ে বরাকে দশ জেলা পরিষদে প্রার্থী দেবে অগপ

ওয়েটুবরাক, ৮ এপ্রিলঃ বিভিন্ন সময়ে মন্ত্রিসভা-বিধানসভায় বরাক উপত্যকা থেকে অগপ দলের প্রতিনিধি দেখা গিয়েছে বটে, কিন্তু কোনও কালে তাঁরা এখানে পুরোদস্তুর সাংগঠনিক কার্যকলাপে মনোযোগ দেননি। কেন্দ্রীয় নেতৃত্বেরও বরাক উপত্যকার দিকে তেমন নজর দিতে দেখা যায় না। মণ্ডল, বুথ বা বিভিন্ন শাখা সংগঠন দূরে থাক, জেলা কমিটিগুলিই সব জায়গায় নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে সঙ্কটে পড়ে। এই অঞ্চলের কোনও ইস্যুতে অসমিয়া জাতীয়তাবাদী দলটির কোনও ভূমিকা পরিলক্ষিত হয় না।
কিন্তু শাসকজোটের শরিক হিসেবে স্থানীয় নেতারা ঠাটে-বাটে কম যান না। এ বার ত্রিস্তরীয় পঞ্চাযেত নির্বাচনের সব স্তরে শরিকানা দাবি করে বেশ কটি আসন আদায় করে নিয়েছে। জেলা পরিষদে উপত্যকার দশ আসনে প্রার্খী দেবে অগপ। এর মধ্যে কাছাড় দুই, শ্রীভূমিতে পাঁচ এবং হাইলাকান্দিতে তিনটি আসন তাদের ছেড়ে দিয়েছে বড় শরিক বিজেপি।
হাইলাকান্দিতে জেলা পরিষদের মোট আটটি আসন রয়েছে। ভাগাভাগি করে বিজেপি-অগপ লড়বে পাঁচটি ও তিনটি আসনে। শ্রীভূমি জেলায় ষোল জেলা পরিষদ আসনের মধ্যে দুই দলের প্রার্থী থাকবে ক্রমে এগারো ও পাঁচ। এখানেও সংগঠন নয়, অগপর বড় ভরসার জায়গা স্থানীয় বিধায়ক সিদ্দেক আহমেদ, যিনি কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে এখন অগপর মাধ্যমে শাসকশক্তি হয়ে উঠতে চান। কাছাড়ে জেলা পরিষদের পঁচিশটি আসনের মধ্যে চারটি আসন দাবি করেছিল অতুল বরার দল। শেষপর্যন্ত দুই আসনে রফা হয়। সেগুলি হল সোনাই বিধানসভা কেন্দ্রের দিদারখুশ-নগদিরগ্রাম এবং কাজিডহর-কাপ্তানপুর। এ ছাড়াও কাছাড়ের পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও অগপ প্রতিদ্বন্ধিতা করবে।