Barak UpdatesHappeningsBreaking News
বিজেপিকে ঠেকাতে বলল এসইউসিআই
ওয়েটুবরাক, ২৬ মার্চ: গত বৃহস্পতিবার এসইউসিআই দলের সোনাই বিধানসভা আসনের মনোনীত প্রার্থী অঞ্জনকুমার চন্দের সমর্থনে একটি সভা স্বাধীনবাজারে অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ ও প্রার্থী অঞ্জনকুমার চন্দ। সুব্রতবাবু বলেন, বিজেপি সরকার ফিরে এলে রাজ্যের পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করবে। বিশেষ করে, রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের আবারও এনআরসি’র যন্ত্রণা পোহাতে হবে। কারণ বিজেপি দল তাদের নির্বাচনী ঘোষণাপত্রে বলেছে, তারা পুনরায় এনআরসি করানোর পক্ষে। অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে মহামান্য সুপ্রিম কোর্টের তত্বাবধানে তৈরি তালিকা তারা মানতে নারাজ। তারা উগ্র-প্রাদেশিকতাবাদী সংগঠনগুলির অন্যায় দাবির সামনে নতিস্বীকার করে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে।
তিনি এও বলেন যে শুধু এনআরসি তৈরির নামে নয়, আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে চাপিয়ে দিয়ে অনসমিয়া জনগণের ভাষিক, সাংস্কৃতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে। অন্যদিকে বিজেপি দল তাদের ঘোষণা পত্রে জাগীরোড কাগজ কল পুনর্বার চালুর প্রতিশ্রুতি দিলেও কাছাড় কাগজ কল চালুর প্রতিশ্রুতি দেয়নি। কারণ তারা জানে, বরাক উপত্যকার ভোট সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে আদায় করে নেওয়া যায়৷ উন্নয়নের ইস্যু এখানে গৌণ হয়ে পড়ে। তিনি বলেন, প্রধান বিরোধী পক্ষ কংগ্রেস ও এআইইউডিএফ দলও চায় ধর্মীয় মেরুকরণ ঘটুক, এতে তাদের লাভ। বিগত বছরগুলোতে আসামে কংগ্রেস সরকারের আমলে যে দুর্নীতির রেকর্ড তৈরি হয়েছিল তা ঢাকা পড়ে যাবে। এসইউসিআই আসামের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে আগ্রহী। তাই বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে তিনি আহ্বান জানান। প্রার্থী অঞ্জনকুমার চন্দ স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে জনগণের নিকট ভোট চান।