India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে তিন উপদেষ্টার শপথ বাকি
ওয়েটুবরাক, ১০ আগস্ট : মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে ১৬জন উপদেষ্টা নিয়োগ করা হলেও বৃহস্পতিবার ১৩ জন শপথ নিয়েছেন৷ বাকিরা সে দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টার শপথ গ্রহণ হয়নি সেদিন৷
এই তিনজন হলেন অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়৷
বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক দেড়মাস ধরে মেয়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ১২ আগস্ট দেশে ফেরার টিকিট করা হয়েছে। ১৪ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা৷ ইউনুস চাইলে সেদিনই তিনি শপথ নিতে পারেন৷
রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার জন্য সন্ধ্যায় টেলিফোন পেলেও রাঙামাটিতে অবস্থান করায় এত অল্প সময়ে ঢাকায় আসা সম্ভব হয়নি। ফলে পরে শপথ নেবেন তিনি।
ময়মনসিংহ থেকে ডা. বিধান রঞ্জন রায় শুরুতে দায়িত্ব নিতে অনাগ্রহী ছিলেন, পরে রাজি হয়েছেন। এখন যেদিন ইউনুস ঠিক করবেন, সেদিনই তিনি শপথ নেবেন৷