Where and When?India & World UpdatesHappenings
বাংলাদেশের সঙ্গে সীমান্ত হাট হবে মিজোরামেও
ওয়েটুবরাক, ২৬ এপ্রিল: পশ্চিম মিজোরামের মামিত জেলার সাজেক এলাকায় সীমান্ত হাট তৈরি হবে৷ কাল সোমবার সেইমজায়াগাটি একই সঙ্গে ঘুরে দেখেন বাংলাদেশের শিল্পমন্ত্রী টিপু মুন্সি এবং মিজোরামের শিল্প-বাণিজ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা। মিজোরাম ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য প্রসারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তাঁদের সরকার, জানালেন বাংলাদেশের মন্ত্রী৷
মিজোরামের লুংলে জেলায় লাবু সাব ডিভিশনের কাওরপুইছুয়া এলাকায় ইন্টিগ্রেটেড চেক পোস্টের প্রস্তাবিত স্থানও দেখে আসেন টিপু। তিনি বলেন, সীমান্তের দুই পারে বাণিজ্য শুরু করার জন্য বাংলাদেশ সরকার অত্যন্ত উদ্রীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার লুংলে ইন্টিগ্রেটেড চেক পোস্ট ও সিসলারি, তুইপুইবাড়ি, নানসুরি ও মারপারা সীমান্ত হাট দ্রুত চালু করতে ইচ্ছুক। সীমান্ত বাণিজ্য চালু হলে দুই পক্ষেরই লাভ। বাংলাদেশ মিজোরাম থেকে সবজি, কলা, লঙ্কা ও বোল্ডার আমদানি করতে পারবে৷