Barak UpdatesHappeningsBreaking News
বরাকেও বিক্ষোভ দেখাল কংগ্রেস
ওয়েটুবরাক, 22 জুলাইঃ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে রাজনৈতিক কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিয়ে হেনস্তা করা হচ্ছে। এই অভিযোগে আজ শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে সর্বত্র বিক্ষোভ দেখানো হয়। বরাক উপত্যকার তিন জেলাতেও এ দিন মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
শিলচরের বিক্ষোভে অংশ নেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, কিশোর ভট্টাচার্য, সুজন দত্ত প্রমুখ। হাইলাকান্দির বিক্ষোভে এপিসিসি-র তরফে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জীব রায়, জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর, হীরালাল দত্ত, নীতু লস্কর প্রমুখ। একই ধরনের কর্মসূচি হয় করিমগঞ্জেও। সেখানে নেতৃত্ব দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অরুণ দত্ত মজুমদার প্রমুখ। কমলাক্ষ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা থাকা নেহরু-গান্ধী পরিবারকে এখন ইডি দিয়ে হেনস্তা করার ষড়যন্ত্র চলছে। এ অত্যন্ত লজ্জার। তিন জেলা থেকেই রাষ্ট্রপতির উদ্দেশে হস্তক্ষেপের আর্জি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়েছে।