NE UpdatesBarak UpdatesHappeningsCultureBreaking News
বরাককন্যা মণিকা চন্দ সঙ্গীত-নাটক আকাদেমির সদস্য মনোনীত
ওয়েটুবরাক, ১৪ অক্টোবর ঃ উত্তর-পূর্বাঞ্চলের বিশিষ্ট নৃত্যশিল্পী মণিকা চন্দ সঙ্গীত-নাটক আকাদেমির সদস্য মনোনীত হয়েছেন। অত্যন্ত মর্যাদাসম্পন্ন এই পদলাভের জন্য বরাক উপত্যকা, শিলং সহ গোটা উত্তর-পূর্বাঞ্চল জুড়ে খুশির আবহ। মণিকা চন্দ বরাক উপত্যকার মেয়ে, এখন থাকেন শিলঙে। সেখানকার গীতাঞ্জলি ড্যান্স অ্যাকাডেমির তিনি আর্টিস্টিক ডিরেক্টর।
উত্তর-পূর্ব জুড়ে তাঁর অনুরাগীরা রয়েছেন। সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। আগামী সাতাশ অক্টোবর দিল্লির মেঘদূত থিয়েটারে তাঁর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আকাদেমির সচিব অনীশ পি রাজন ওই সভার কথা চিঠি পাঠিয়ে জানিয়েছেন।
প্রসঙ্গত, মণিকা চন্দের জন্ম শিলঙে। তবে খুব কম বয়সে তিনি হাইলাকান্দিতে চলে আসেন। বরাকের জল-হাওয়াতেই কাটে তাঁর শৈশব, কৈশোর। এখান থেকেই তিনি বিএ পাস করেন।
মণিকা চন্দ তিন বছর বয়স থেকে নৃত্য প্রশিক্ষণ শুরু করেন। তিনি তাম্পাসেনা সিংহ, মুকুন্দদাস ভট্টাচার্যের কাছে নাচের তালিম নেন। অসিত চট্টোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়ের কাছেও বেশ কিছুদিন নাচ শেখেন। যে সঙ্গীত-নাটক আকাদেমির গভর্নিং কাউন্সিলের সদস্য মনোনীত হলেন তিনি, সেই প্রতিষ্ঠানের রিসার্চ ফেলোশিপ পেয়ে ২০০৪ সাল থেকে দুই বছর মেঘালয়ের পম্পরাগত নৃত্যশৈলী নিয়ে গবেষণা করেন তিনি।