Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
বন্ধ ফেরি সার্ভিস, জলকেলি না করতে আহ্বান হাইলাকান্দি প্রশাসনের
ওয়ে টু বরাক, ২ জুলাই : হাইলাকান্দি জেলার ধলেশ্বরী এবং কাটাখাল নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলায় এই দুই নদীতে থাকা ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মঙ্গলবার এক নির্দেশ জারি করে জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
নির্দেশে অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কর্মীদের যেকোনও ত্রাণ ও উদ্ধার কাজের জন্য নিজ নিজ স্টেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কবল থেকে প্রাণ বাঁচানোর জন্য বন্যার জলে সাঁতার কাটা, জলকেলি খেলা, ভেসে আসা বাঁশ-লাকড়ির অবশিষ্ঠাংশ না ধরতে জনসাধারণের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।