NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বদরপুরে বাজেয়াপ্ত ১৪ ওয়াগন বার্মিজ সুপারি
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : ১৪ ওয়াগন বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হল বদরপুর রেল জংশনে৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার বদরপুর থানার ওসি দীপক শইকিয়া জিআরপি এবং আরপিএফ-কে সঙ্গে নিয়ে বদরপুর রেলজংশনে আসেন৷ ১৪টি ওয়াগনে বার্মিজ সুপারি রয়েছে বলে সন্দেহ ব্যক্ত করেন৷ করিমগঞ্জ থেকে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব৷ কিন্তু মুশকিল বাঁধে মালিগাঁও সদর দফতরের অনুমতি ছাড়া মাঝপথে ওয়াগনের সিল ভাঙা যায় না৷ তাই সে রাতে কাজ আর এগোয়নি৷ পুলিশ রেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, এখনই ওই ওয়াগনগুলি ছাড়া যাবে না৷ রবিবার সকালে মালিগাঁও থেকে অনুমতি এলে ওয়াগন খুলে বস্তা ভাঙা হলে দেখা যায়, সবকটি বার্মিজ সুপারিতে ভর্তি৷ পুলিশের অনুমান, বাজেয়াপ্ত বার্মিজ সুপারির বাজারদর কয়েক কোটি টাকা৷
এ দিন গুয়াহাটি রেলস্টেশনেও আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৫০০ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর বাজারমূল্য ১৫ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷