Barak UpdatesHappeningsBreaking News
বঙ্গসাহিত্যের প্রতিষ্ঠা দিবসে কাল বঙ্গভবনে নানা অনুষ্ঠান
৭ জানুয়ারি: প্রতি বছরের মত এ বারও বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন মর্যাদার সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাদিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ শিলচর বঙ্গভবনের সভাগৃহে আগামীকাল ৮ জানুয়ারি, শুক্রবার এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এর উদ্যোক্তা বঙ্গসাহিত্যের কাছাড় জেলা সমিতি ও শিলচর আঞ্চলিক সমিতি৷ সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ পরে ৪৫ বছর ধরে চলা সংগঠনের স্মৃতিকথা শোনাবেন জন্মলগ্নের সক্রিয় সদস্যরা৷ সাহিত্য, সংস্কৃতি ও সমাজকর্মে বিশেষ অবদানের জন্য এই অঞ্চলের সাত ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে৷ তাঁরা হলেন সুমিত্রা দত্ত, হরিদাস দত্ত, কল্যাণ চক্রবর্তী, উমাশঙ্কর আচার্য, শুক্কুর আলি, নিপু শর্মা ও সাইদুল হক লস্কর৷
৪৫-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে পুরস্কার বিতরণ৷ বঙ্গসাহিত্যের শিলচর শহর আঞ্চলিক সমিতি ও দূর শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের এ দিন পুরস্কৃত করা হবে৷ বঙ্গসাহিত্যের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর এই অনুষ্ঠানে সংগঠনের সমস্ত সদস্য ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমী জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন৷