NE UpdatesBarak UpdatesHappenings
ফেব্রুয়ারিতে লখিমপুরে ইতিহাস সংকলন সমিতির রাজ্য অধিবেশন
২০ জানুয়ারিঃ ভারতীয় ইতিহাস সংকলন সমিতির দশম ত্রিবার্ষিক রাজ্য অধিবেশন আগামী ২০-২১ ফেব্রুয়ারি লখিমপুরে পথালিপাহাড় শংকরদেব মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে আজ, বুধবার সমিতির কাছাড় জেলা কমিটির এক সভা শিলচরে অনুষ্ঠিত হয়। তাতে পৌরোহিত্য করেন সভাপতি ড. বিভাস দেব। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়, রাজ্য অধিবেশনে জেলা কমিটির প্রতিনিধি দল পাঠানো হবে। তবে এর আগে ২৫ জানুয়ারির মধ্যে জেলার বিভিন্ন এলাকায় সদস্য অন্তর্ভুক্তির কাজ শেষ করা হবে। এ দিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সমিতির সাংগঠনিক সচিব ভবরঞ্জন রায়। তিনি বলেন, ব্রিটিশ ও মোগল শাসনকালে ভারতের ইতিহাস বিকৃত করা হয়েছে। ভারতের ঐতিহ্য এবং গৌরবময় বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিকৃতি দূর করা এবং ভারতীয় ঐতিহ্যের বিষয়গুলিকে উদ্ধার করে পুনঃলিখনের কাজ করছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি।
জেলা কমিটির সম্পাদক বিধান ভট্টাচার্য, কোষাধ্যক্ষ ড. দেবাশিস রায়, ড.জয়দীপ ভট্টাচার্য, ড. গঙ্গেশ ভট্টাচার্য, সুমিতা সোম প্রমুখ গুরুত্বের সঙ্গে জানান, ওই কাজে শরিক হতে কাছাড় জেলা কমিটিও যথাসাধ্য চেষ্টা করে চলেছে।