Barak UpdatesHappeningsBreaking News

প্ৰাক-যোগ দিবস, নিরাময়ের ৩৫টি যোগ সেশনে অংশ নিলেন ৮ হাজারেরও বেশি প্ৰশিক্ষাৰ্থী

ওয়েটুবরাক, ১৯ জুন : প্ৰাক-যোগ দিবস উদযাপন কৰ্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে শিলচর নিরাময় চ্যারিটেবল ট্ৰাস্ট ও নিরাময় স্কুল অব যোগ এডুকেশন৷ যোগ সংস্থার চেয়ারম্যান ডা. অজিতকুমার ভট্টাচাৰ্য ও ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য জানান, নবম আন্তৰ্জাতিক যোগ দিবসকে কেন্দ্ৰ করে আগে থেকেই কৰ্মশালা ও সচেতনতা কৰ্মসূচি হাতে নিয়েছিল নিরাময়৷ অঙ্গীকার নিয়েছিল যোগ দিবসের আগে ও পরে অনুষ্ঠান করার৷ উদ্দেশ্য  একটাই, যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্ৰের মানুষকে আরেকবার মনে করিয়ে দেওয়া যায় যে, শুধুমাত্ৰ যোগ দিবস নয়, প্ৰতিদিনের দিনলিপিতে যাতে কমেও ৩০ মিনিট সঠিক যোগ চৰ্চার জন্য রাখা হয়৷ যোগ প্ৰক্রিয়াকে যাতে কোনওভাবেই নিজের থেকে আলাদা না ভাবেন কেউ৷ কারণ, শরীর ও মনের দিক থেকে স্বতঃস্ফূৰ্ত থাকতে হলে নিয়মিত যোগাভ্যাস জরি৷

Rananuj

তাঁরা আরও জানান, এই কৰ্মসূচিতে বিভিন্ন ক্ষেত্ৰকে বেছে নেওয়া হয়েছিল৷ তার মধ্যে শিক্ষা বিভাগের কাৰ্যালয়, প্ৰাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল থেকে শুরু করে ব্যাঙ্ক, কোম্পানি, কলেজ, বেসরকারি সংগঠন সবই ছিল৷ মোট ৩৫টি প্ৰাক-যোগ দিবসের অনুষ্ঠান হয়৷ ১৮ জুন মাড়োয়ারি যুব মঞ্চ শিলচর শাখার অনুষ্ঠানের মাধ্যমে প্ৰাক-যোগ দিবসের কৰ্মসূচি শেষ করে নিরাময়৷ আসন, প্ৰাণায়াম, ধ্যান সহ যোগের স্বয়ংসম্পূৰ্ণ ভাবনা নিয়ে কীভাবে রোজকার রুটিন বিভিন্ন বয়সীরা সাজাতে পারেন, তা সহজভাবে বুঝিয়ে দেওয়া হয় সেখানে৷ পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কৰ্মচারী, কোম্পানি প্ৰোফেশনাল, ব্যাঙ্ক আধিকারিক, ব্যবসায়ী, সমাজকৰ্মী ও সাধারণ জনতা সব মিলিয়ে ৮ হাজারের বেশি অংশগ্ৰহণকারী ছিলেন৷
প্ৰাক-যোগ দিবসের প্ৰথম পৰ্যায়ে হয় মহিলাদের বিশেষ প্ৰশিক্ষণ পৰ্ব, তারপর হয় প্ৰাতিষ্ঠানিক কৰ্মশালা৷ শুরু হয় ডিএমসি কাৰ্যালয়, শিলচর থেকে৷ শেষ প্ৰাতিষ্ঠানিক যোগ সেশন ছিল ২৪৯ নং কালীনগর এলপি স্কুলে৷ উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠানের মধ্যে টিটি কলেজ শিলচর, শিলচর কলেজ অব এডুকেশন, নেহরু কলেজ পয়লাপুল, আলমা টিআর কলেজ অব ফাৰ্মাসি উল্লেখযোগ্য ছিল৷ পিএনবি শিলচর রিজিওনও নিরাময়’কে নিয়ে আয়োজন করে কৰ্মসূচি৷ বরাকের বিভিন্ন অঞ্চলে হয় অনুষ্ঠান৷ যোগ চৰ্চায় গুরুত্ব দিয়ে প্ৰত্যেকেই এই আয়োজনে নিরাময়ের সঙ্গে সমান উৎসাহ দেখান৷

নিরাময়ের কৰ্মকৰ্তাদের কথায়, ২১ জুনের যোগ দিবসের পর ফের যোগ দিবস পরবৰ্তী কৰ্মসূচির প্ৰস্তুতি নেবে সংগঠন৷ মোট ৪৫টি কৰ্মসূচি থাকবে৷ এদিকে, নবম যোগ দিবস পালনের প্ৰস্তুতি ইতিমধ্যে সম্পূৰ্ণ হয়েছে বলেও স্পষ্ট করেন তাঁরা৷ তাঁদের কথায়, শিলচর নিরাময় চ্যারিটেবল ট্ৰাস্ট ও নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর তত্ত্বাবধানে এখন পৰ্যন্ত কয়েক হাজার প্ৰশিক্ষার্থী প্ৰশিক্ষণ পেয়েছেন৷ অনলাইন-অফলাইন দুই ব্যবস্থায়ই প্ৰশিক্ষণ দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker