Barak UpdatesHappeningsBreaking News
প্লাজমা জোগাড়ে লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস
২৩ সেপ্টেম্বরঃ করোনার প্রকোপ প্রতিদিন বেড়ে চলেছে। বাড়ছে মুমূর্ষু রোগীদের সংখ্যা। আর তাদের জন্য প্রধান চিকিতসা হচ্ছে প্লাজমাথেরাপি। কিন্তু এত প্লাজমা আসবে কোথা থেকে! এগিয়ে এল লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস। তাঁরা কোভিডে আক্রান্ত হয়ে সুস্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, প্লাজমাদানে উতসাহিত করছেন। এই প্রজেক্টের চেয়ারপার্সন নন্দিনী পুরকায়স্থ স্মাইলের কর্ণধার সুরজিত সোমের সহায়তায় করোনা রোগীদের সঙ্গে যোগাযোগ করে তালিকা প্রস্তুত করছেন। তিনি মুমূর্ষু রোগীদের প্লাজমাদানে এগিয়ে আসতে সকলকে উদ্ধুদ্ধ করেন। তাঁরা গত ২৯ আগস্ট থেকে ২১জন রোগীর প্লাজমার ব্যবস্থা করেছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যতদিন করোনা মহামারির প্রাদুর্ভাব থাকবে, ততদিন এই সেবাপ্রকল্প চালিয়ে যাবেন বলে জানান ক্লাবের সভাপতি সুমন পাটোয়া।